March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 3:25 pm

রংপুরে নতুন রোভার প্রোগ্রাম বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের আয়োজনে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট (রপই) নতুন রোভার প্রোগ্রাম বিষয়ক ওয়ার্কশপ-২০২২ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রপই অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল মুফতী পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী ওয়ার্কশপ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে রপই সভাকক্ষে জেলা রোভার কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রোভার মো: মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার লিডার মো: আব্দুর রহমান মিন্টু, বেগম রোকেয়া কলেজের রোভার লিডার রেবেকা ইয়াসমিন প্রমুখ।রোভার প্রোগ্রাম রিভিউ টাস্কফোর্স বাংলাদেশ স্কাউটস রোভারদের জন্য ‘রোভার প্রোগ্রাম-২০২২’ প্রণয়ন করেছে। উক্ত রোভার প্রোগ্রাম অনুযায়ী রোভার সহচরবৃন্দ দীক্ষিত হবে এবং নিজ নিজ প্রোগ্রাম বাস্তবায়ন করবে। তাদের প্রোগ্রাম বাস্তবায়ন ও সঠিকভাবে পরিচালনার জন্য জেলা রোভার স্কাউটে নতুন রোভার প্রোগ্রাম বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ,রংপুর আইডিয়াল ইন্সটিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপ, বেগম রোকেয়া কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ, ব্রাদারহুড ওপেন স্কাউট গ্রুপ, গঙ্গচড়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৭০ জন রোভার অংশগ্রহণ করে।