November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 12:39 pm

রংপুরে নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

“বর্তমান সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের কারণে বিচার বিভাগ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে দীর্ঘসুত্রতার ঘটনা ঘটছে’ বলে মন্তব্য করেছেন জেলা সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মোঃ মিনহাজুর রহমান। সোমবার দুপুরে তিনি তিলোত্তমা হোটেলে বেসরকারী উন্নয়ন সংগঠন ডেমক্রেসিওয়াচের অপরাজিতা প্রকল্পের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক’ এক আলোচনা সভায় এ কথা বলেন।তিনি আরো বলেন বিচার বিভাগে বিচারক সংকটের কারণে বিচার প্রার্থীদের ন্যায্য বিচার পেতে সময় লাগছে। তিনি আলোচনা সভায় আগত সকল অপরাজিতাদের (নারী নেত্রীদের) তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে আওহবান জানান। রহমান বলেন দেশে প্রচলিত আইন সম্পর্কে মানুষের অসচেতনাতার কারণে অনেক সময় বিচার প্রার্থীরা সঠিক বিচার পান না। দেশে ন্যায্য বিচার প্রাপ্তিতে আরো বিচারক নিয়োগের এর বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। সভায় ‘নারীরা স্থানীয় সরকার ও রাজনৈতিক দলের কমিটিতে সম্পৃক্ত থাকলে নিশ্চিত হবে নারীর ক্ষমতায়ন, রোধ হবে নারী নির্যাতন’ শীর্ষক এক কিনোট পেপার উপস্থাপন করেন মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়ন এর নারী নেত্রী রিক্তা আকতার। সভায় রংপুর ক্লাস্টার এর আওতাভুক্ত রংপুর, দিনাজপুর ও নীলফামারী প্রায় ৪০ জন তৃনমূল পর্যায়ের নারী নেত্রী তাদের প্রতি সংগঠিত নারী নির্যাতন ও বঞ্চনার কথা তুলে ধরেন। সভায় অতিথি-আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে; বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলার সভাপতি হাছনা চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ক্ষ্যান্ত রানী, আর ডি আর এস এর সাবেক পরিচালক ও স্বর্ণনারী এসোসিয়েশন এর সভাপতি মঞ্জুশ্রী সাহা, মিঠাপুকুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আকতার জেসমীন। আয়োজিত এই সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্প এলাকার নারী নেত্রী ও সাবেক নারী চেয়ারম্যান সুলতানা আকতার, নারী নেত্রী মাসুদা আকতার, আদিবাসী নারী নেত্রী সুসন্না রানী টপ্পো, নারী নেত্রী নিলুফা বেগম, নারী নেত্রী রুমানা বেগম, নারী নেত্রী রুনা লায়লা, নারী নেত্রী রহিমা পারভীন ও নারী নেত্রী রিক্তা বেগম। সভাটি সঞ্চালনা করেন ডেমক্রেসিওয়াচ-অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফিরোজ মোঃ নুরুন-নবী যুগল। সভায় অপরাজিতা প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর ফয়সাল হাবীব শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভার শেষ দিকে আগত অতিথিবৃন্দ ও উপস্থিত নারী নেত্রীরা এবং সভাপতি সহ সকলেই তাদের হাতের ছাপ প্রদান করে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ##