November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 4:42 pm

রংপুরে পুষ্টি উপর র্কমশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

নিউট্রিশন সেনসিটিভ ভ্যালুচেইন ভ্যালিডেশন বিষয়ক কর্মশালা আরডি আর এস মিলনায়তনে অনুষ্ঠিত হয় । বুধবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী নিউট্রিশন ইন সিটি ইকোসিষ্টেমস (নাইস)প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃাষিবিদ মো: শামীমুর রহমান । রংপুর ফুডসেফ্টি অফিসার সৌরভ চন্দ্র বর্মণের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: মিজানুর রহমান , সদর উপজেলা মৎস অফিসার মিনারা হাফিজা ফেরদৌস,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাদেকুর রহমান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাইস প্রকল্পের ব্যবস্থাপক মো: মোসফেকুল আলম তালুকদার , ফিল্ড কোঅর্ডিনেটর মাহবুর রহমান , মাহিগজ্ঞ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহানারা বেগম প্রমূখ । প্রধান অতিথি বলেন পুষ্টি বিষয়ে সমন্বিত ভাবে কাজ করে দেশের মানুষকে মেধাবী করতে হবে। ব্রিধান-৭৪ কে সম্প্রসারণ করলে জিংকের ঘাটতি পুরুণ করা সম্ভব হবে । স্কুল কলেজ গুলোতে নাইচ প্রকল্পের আওতায় এতে জনসচেতনতা বাড়াতে হবে । কর্মশালায় গ্রুপ ডিসকাস করা হয় । এতে খ্যদ্যের মান, পুষ্টি গুন নিয়ে ব্যাপক আলোচনা করা হয় ।কর্মশালায় মিঠাপুকুর,পীরগাছা,সদরউপজেলাও সিটি কর্পোরেশনের আওতায় কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, যুব ও মহিলা দলের সভাপতি এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন ।