April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 1:09 pm

রংপুরে প্রাইমারী শিক্ষক নিয়োগে পদসংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেন ফলপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রাইমারী শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে নিয়োগে ফলপ্রত্যাশীরা। মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে প্রাইমারী ফলপ্রত্যাশীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ফলপ্রত্যাশীর দাবী করেন, শুন্যপ্রদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ প্রদান, বিদায়ী সচিবের বক্তব্য অনুযায়ী ৫৮,০০০ শিক্ষক নিয়োগের স্থানে বর্তমানে ৩২,৫৭৭ জন নিয়োগ দিতে চাচ্ছে কর্তৃপক্ষ যা গ্রহনযোগ্য নহে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ৪৫,০০০ নিয়োগের কথা বলেন সেটাও হচ্ছেনা। নিয়ম অনুযায়ী নিয়োগে প্রতি ০৩ জনে ১জন নিয়োগ দেয়ার কথা থাকলেও নিচ্ছে ৫ জনে ১জন। সার্কুলারে শুন্য পদে নিয়োগ দেয়ার কথা আছে বর্তমানে শুন্যপদ ৬০,০০০ জনের বেশী, ২০২৩ সালের পহেলা জানুয়ারী হতে বিদ্যালয়গুলো ১ শিফটে পাঠদান চলবে, সেক্ষেত্রে সব্বোচ্চ সংখ্যক নিয়োগের প্রয়োজন ফলে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের প্রয়োজন রয়েছে তাই আমাদের সার্কুলার অনুযায়ী নিয়োগের দাবী জানাই তা নাহলে আমাদের আন্দোলন চলবে মানববন্ধন কর্মসূচিতে কমিটির আহবায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুর সালাম, রাশেদ, আতিক সরকার, ফেরদৌসি আক্তার, নুজাহান আক্তার ও শাপলা রায়সহ ফলপ্রত্যাশীরা।