নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বৈষম্যহীন বিজ্ঞানমনষ্ক শিক্ষাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই’ এই দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে রংপুরে ৬ষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলন/২০২২ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর টাউন হল চত্ত্বরে আয়োজিত সম্মেলনের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নুর মোহম্মদ তালুকদার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি প্রফেসর মাহফুজা খানম, প্রধান আলোচক কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস.এম আব্দুল মতিন লষ্কর, সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল ওহায়েদ মিঞা, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম।
আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে আব্দুল ওয়াহেদ মিঞাকে সভাপতি ও রওশানুল কাওছার সংগ্রামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও নবীর হোসেন লাভলূকে সভাপতি ও জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠিত হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি