April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 3:27 pm

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয় । বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে । এসময় রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আকম জয়নুল আবেদীন ,উপাধ্যক্ষ আব্দুল বাতেন , সহকারী অধ্যাপক আব্দুর রহমান মিন্টু প্রমূখ । অপরদিকে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির(বাকবিশিস) রংপুর প্রেসক্লাব চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর বাকবিশিস সভাপতি নবীর হোসেন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকবিশিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম ,বাকবিশিস মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রেজাউল ইসলাম, কোষাধক্ষ্য অধ্যক্ষ মামুনুল ইসলাম, গবেষনা সম্পাদক ময়েন উদ্দিন শাহ, অধ্যাপক মোঃ আব্দুল বাতেন, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক আবদুল মাবুদ রাজা, প্রমুখ। বক্তব্যে শিক্ষকগণ নেতৃবৃন্দরা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সহ বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন।##