নিজস্ব প্রতিবেদক, রংপুর :
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বুধবার রংপুর-এর বিএসটিআই বিভাগীয় কার্যালয় উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ১টি প্রতিষ্ঠান সীলগালা ও আরেকটি প্রতিষ্ঠানকে ১০,০০০ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও পণ্যের মান সনদ গ্রহণ না করে মশার কয়েল উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে (১) মেসার্স সাগর এন্টারপ্রাইজ (বেঙ্গল কয়েল ফ্যাক্টরি), মধ্যপাড়া গফুরটারী, হারাগাছ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটির প্রায় ৫০০০ মশার কয়েলসহ কারখানা সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে (২) মেসার্স কাজল কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, গফুরটারী, মাতৃসদন রোড, হারাগাছ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ও কারখানা বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়। প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) ও মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস ।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ