আসন্ন রমজানে ভোগপণ্যের চাহিদা মেটাতে ৮টি অত্যাবশ্যকীয় পণ্য ‘ব্যবহারের মেয়াদ’ (সরবরাহকারী/ক্রেতাদের জন্য) ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই পণ্যগুলোর সরবরাহকারী/ক্রেতাদের জন্য ৯০ দিনের ক্রেডিট সুবিধার বিষয়ে অবিলম্বে কার্যকর করার জন্য একটি সার্কুলার জারি করেছে।
এই সুবিধাটি ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত আমদানি করার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।
এটা এমন এক ধরনের এলসি ব্যবস্থা, যেখানে ইস্যুকারী ব্যাংক আমদানিকারকের জন্য অর্থায়ন করে। আমদানিকারক ফরোয়ার্ড পেমেন্ট করে এবং যেখানে রপ্তানিকারক ডিসকাউন্টিংয়ের জন্য দায়বদ্ধ উত্তোলনকারী ব্যাংক থেকে পাওনা সংগ্রহ করে।
ফলে ব্যবসায়ীরা সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধের চুক্তিতে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর আমদানির সুযোগ পান।
এর আগে গত ১১ ডিসেম্বর এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি এলসি খোলার জন্য নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি