রমজানে খোলা বাজারে বিক্রির জন্য (ওএমএস) মসুর ডাল ও ভোজ্য তেল সংগ্রহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (৩ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন ও রাইস ব্র্যান অয়েল কিনবে টিসিবি।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করে।
এসব পণ্যের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে (ওটিএম) ১০২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সেনাকল্যাণ সংস্থা থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি।
ওটিএমের মাধ্যমে সিটি এডিবল অয়েল কোম্পানি লিমিটেড থেকে ১৬৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে।
বাকি ৫০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল মজুমদার প্রোডাক্ট লিমিটেড থেকে ৭৬ কোটি টাকা ব্যয়ে প্রতি লিটার ১৫২ টাকা দরে কিনবে টিসিবি।
সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি