November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 9:09 pm

রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক(বিবি)

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

পরিপত্রে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় এবং সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকিং অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।

তবে, অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই বিরতির সময় ব্যাংক লেনদেন চালিয়ে যাওয়া যেতে পারে।

ব্যাংকিং লেনদেন সাধারণত ১০টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত হয়। ব্যাংক অফিস সময় সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের পর ব্যাংকিং লেনদেন ও অফিসের সময় তার আগের অবস্থায় ফিরে আসবে।

—ইউএনবি