April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 8:04 pm

রমিজ পদত্যাগ না করলে জটিলতায় পড়বে পিসিবি: আকিব

অনলাইন ডেস্ক :

ইমরান সরকারকে সমর্থনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার চাকরি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পদত্যাগ না করার সিদ্ধান্ত জানালেও রমিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। পাকিস্তানে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। শেষ পর্যন্ত রাজনৈতিক বলয় থেকে রক্ষা পেলেন না পিসিবি সভাপতি রমিজ রাজা। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হয়ে দাঁড়িয়েছে পিসিবি সভাপতির জন্য। একের পর এক তোপের মুখেও পড়তে হচ্ছে তাকে। পদত্যাগের প্রস্তাব, সমালোচনা সব একেবারে ঘিরে ধরেছে রমিজ রাজাকে। মূলত ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই এবার চাকরি নিয়ে বিপাকে পড়েছেন রমিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের অধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের লক্ষণীয় সাফল্য থাকলেও কতদিন চাকরি ধরে রাখতে পারবেন, তা নিয়েও আছে শঙ্কা। তবে, সব গুঞ্জনের অবসান করে রমিজ রাজা নিজেই জানিয়েছিলেন, পদত্যাগ করছেন না তিনি। পদত্যাগ না করার সিদ্ধান্তে এখন শুরু হয়েছে সমালোচনা। কতদিন চাকরি ধরে রাখতে পারবেন, তা নিয়ে ভাবছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। ইমরান খানকে যেভাবে সমর্থন করে এসেছেন রমিজ রাজা, সে জন্য রমিজের পদত্যাগ করা উচিত বলেও মনে করেন একসময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিংয়ের মালিক এই পেসার। এদিকে, রমিজের নেওয়া আরেক সিদ্ধান্তেও ক্ষুব্ধ আকিব জাভেদ। পিএসএলের আদলে, অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার আয়োজনে দ্বিমত প্রকাশ করেছেন সাবেক এই পেসার। বয়সভিত্তিক ক্রিকেটে পারদর্শী না করে, ওয়ানডের দিকে ঠেলে দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। আকিভ মনে করেন, বোর্ডের দায়িত্ব নাজাম শেঠি বা জাকা আশরাফেরই পাওয়া উচিত। সাবেক এই পেসার বলেন, রমিজ রাজার পদত্যাগ না করার সিদ্ধান্তে পিসিবির দায়িত্ব নিয়ে তৈরি হতে পারে জটিলতা। গেল বছর সেপ্টেম্বরে ৩৬তম বোর্ডপ্রধান হিসেবে পিসিবির দায়িত্ব নেন রমিজ রাজা। তার অধীন পাকিস্তান ক্রিকেট যাত্রা শুরু করে নতুন পথে। আন্তর্জাতিক ক্রিকেটে লক্ষণীয় সাফল্যও পেয়েছে পাকিস্তান ক্রিকেট। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসে অস্ট্রেলিয়া, সেই সিরিজেও অভূতপূর্ব সাফল্য পেয়েছে পাকিস্তান। আয় করেছে ২০০ কোটি রুপি। এদিকে, পাকিস্তান ক্রিকেট দল ভালো ফর্মে থাকায় চলতি বছরের শেষে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।