নিজস্ব প্রতিবেদক , রংপুর :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) উদ্যোগে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় নগরীর ১৫৭টি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার রসিক ক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় প্রতিটি পূজা মন্ডপে ১৪ হাজার টাকা করে সর্বমোট ১৫৭টি পূজা মন্ডপে প্রায় ২২লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আর্থিক অনুদানের চেক বিতরনকালে উপস্থিত ছিলেন রসিক প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পীযুষ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাথারণ সম্পাদক স্বপন কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির সভাপতি ডাঃ পলাশ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সুমন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সভাপতি কার্ত্তিক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ফুলবাবু রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুন চন্দ্র, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা কমিটির সভাপতি যগ্গেশ্বর রায় ও সাধারণ সম্পাদক রঞ্জিত রায়সহ ১৫৭টি দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি