November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 4th, 2022, 7:57 pm

রাইফেল নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে: চমক

অনলাইন ডেস্ক :

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলার ধ্বনি’ চলচ্চিত্রে অভিনহয় করার কথা ছিল সুনেরাহ বিনতে কামালের। কিন্তু সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সুনেরাহর পরিবর্তে এই সিনেমায় কাজ করছেন রুকাইয়া জাহান চমক। চমক ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফরমের অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান এই সিনেমার কাহিনি লিখেছেন। এতে তিনিও অভিনয় করবেন। সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেছিলেন, ‘আমি সিনেমাটি করছি না। আসলে আমার দ্বারা যে ধরনের গল্পে কাজ করা সম্ভব এটা তেমন নয়। আমি লাইন আপ পরিবর্তন করতে বলেছিলাম। নির্মাতা করেছেন সেটা। এরপরে দেখে মনে হলো, না, এটা হচ্ছে না। আমি বলছি না গল্প খারাপ, খুবই ভালো গল্প। কিন্তু এটা আসলে আমি করতে পারব, আমি নির্মাতাকে বলে দিয়েছি। ’ তবে চমক কাজ করতে গিয়ে বললেন, ‘আমাকে মূলত গল্পটাই টেনেছে। আমি চলচ্চিত্রে কাজ করবো, টেলিভিশনে কাজ করবো না কিংবা ওটিটিতে করবো, নাটকে করবো না- এমনটা নয়। আমি গল্পে কাজ করতে চাই। জয় বাংলার ধ্বনি- সিনেমার গল্প আমাকে আকর্ষণ করেছে, যার ফলে আমি ঢাকা থেকে দূরে পদ্মা তীরবর্তী এলাকায় কাজ করতে ছুটে এসেছি। ’কেন গল্প টেনেছে? এ প্রসঙ্গে রুকাইয়া জাহান চমক বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের গল্প। এমন গল্পে কাজ করতে গেলে হৃদয় দিয়ে মুক্তিযুদ্ধকে অনুভব করা যায়। সেই সময়ের কথা ভেবে শরীর শিহরিত হই। ক্যামেরার সামনে হলেও একাত্তরের সময়টায় আমাকে ফিরতে হবে। তারমধ্যে আমার রাইফেল নিয়ে যুদ্ধ করার সিকোয়েন্স রয়েছে। রয়েছে আরো চ্যালেঞ্জিং শট। এটা আমার কাছে উপভোগ্য। ’ছবিতে চমকের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নিরব হোসেন। ছবির শুটিং চলছে এখন মাদারীপুরে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।