November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 7:39 pm

রাঙামাটিতে অপহরণের ৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী উদ্ধার

বুধবার রাঙামাটি জেলার সাজেকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী কর্তৃক অপহরণের প্রায় সাত ঘণ্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় পুলিশের সঙ্গে অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করেছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সন্ধ্যা ৭টার দিকে সাজেক উপজেলার মিজোরামের সঙ্গে ভারত সীমান্তের দাড়িপাড়া বুনো আদম এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ছাত্রী বলে জানান। তারা তাকে তাদের হেফাজতে নিয়েছে।

কর্মকর্তা আরও বলেন, তাদের আসার পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগের অপহৃত শিক্ষার্থীসহ একদল শিক্ষার্থী সাজেক উপত্যকায় যাচ্ছিলেন। কিন্তু পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের ঘাঁটি হিসেবে পরিচিত সাজেক উপজেলার শিজিকছড়া এলাকায় দীঘিনালা-সাজেক সড়কে আকস্মিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস বিকল হয়ে পড়ে। এসময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র লোক বাসে উঠে কোন আদিবাসী শিক্ষার্থী আছে কিনা জানতে চায়।

তাকে শনাক্ত করার পর তারা তাকে বাইকে করে নিয়ে যায়।

একজন ছাত্র জাতীয় জরুরি হটলাইন পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।

সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শিক্ষার্থীটিকে উদ্ধারে অভিযান চালায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে।

—-ইউএনবি