রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও চারজন।
শনিবার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা কাঁঠাল বাগান মোড় ও বাঘাইছড়ি উপজেলা দীঘিনালা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-মাহেন্দ্র চালক হ্লাথোয়াইইচিং মারমা (৩২) ও মো.সামীম (৩০)।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি হ্লাথোয়াইচিং মারমা তাংখালি পাড়া থেকে দুইজন যাত্রী নিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে রওনা হন। এক পর্যায়ে গাইন্দ্যা কাঁঠাল বাগান রাজস্থলী-চন্দ্রঘোনা প্রধান সড়কে চাউল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত দুই জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাক ও মাহেন্দ্র গাড়ি দুটো জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে জীপ (চাঁদের গাড়ী) উল্টে মো. শামীম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছে। এসময় গাড়ির চালকসহ আরও দুই সহযোগি আহত হয়েছে।গাড়িতে কাঠ ব্যতিত অন্য কোন যাত্রী ছিল না।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল দীঘিনালা উপজেলা হওয়ার কারণে দীঘিনালা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি