November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 8th, 2022, 8:22 pm

রাজধানীতে গোলাগুলিতে আহত ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রায়েরবাজারে রিকশার গ্যারেজে গাড়ি রাখাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তারা হলেন- মো. খোকন (৩৪) ও আরিফ হোসেন (৩৫)। শনিবার (৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে সাদেক খান রোড সচিব গলি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক ক্যাম্পের পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরিফের পায়ে গুলি লাগলেও খোকনের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে গুলি লেগেছে। আহত আরিফ বলেন, ওই গ্যারেজে আমার দু’টি রিকশা আছে। গ্যারেজ নিয়ন্ত্রণ করেন ‘ব্রাদার মাসুদ’ বলে একজন। গত শুক্রবার রাতে তিনি আমাদের রিকশা রাখতে নিষেধ করেন। শনিবার (৯ জানুয়ারী) তার নেতৃত্বে নজরুল, কামরুল, বাবুসহ প্রায় ২০-২৫ জন গ্যারেজে ঢুকে আমাদের ওপর হামলা করে। একপর্যায়ে তাদের এলোপাতাড়ি গুলিতে আমরা দুইজন আহত হই। হাজারীবাগ থানার ওসি মুক্তারুজামান জানান, সাদেকখান রোডে একটি জায়গা নিয়ে অনেক বছর আগেই থেকে দ্বন্দ্ব চলে আসছিল। সেই জায়গায় একটি রিকশার গ্যারেজ আছে। এইসব ঘটনাকে কেন্দ্র আজকে গুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য কাজ করা হচ্ছে। তবে জায়গাটি একজন প্রবাসীর। এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। ঢামেক থেকে জানা যায়, রায়েরবাজারে ঘটনা ইউনুস সরদার (৫৫) নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তি জানান, সে দিনমজুরের কাজ করে ঘটনার সময় সচিব গুলিতে দুই পক্ষের গোলাগুলি সময় সে আহত। তবে তার কোমরের নিচে সামান্য ক্ষতচিহ্ন রয়েছে।