April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 8th, 2022, 8:50 pm

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২১ সদস্য আটক

রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও তেজগাঁও এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার এ কথা জানায় র‌্যাব।

অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও চেতনানাশক ওষুধ জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর অতিরিক্ত সুপার বিনা রানী দাস জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৩ এর একটি দল মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও তেজগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত চক্রের সদস্যরা জানিয়েছে তারা সাধারণত গলিতে লুকিয়ে থাকে এবং পথচারী, রিকশা আরোহী ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করে। এমনকি কেউ তাদের বিরোধিতা করলে তারা খুনও করে।

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খিলগাঁও, মালিবাগ রেলগেট, দৈনিক বাংলা মোড়, পীর জঙ্গী মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, হাতিরঝিলের নাসিরেরটেক, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়াম, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং ও এর আশপাশে ছিনতাইকারীরা সক্রিয় থাকে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

—-ইউএনবি