ঢাকার চকবাজারের সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ ইউএনবিকে জানান, রাত সোয় ১টার দিকে সোয়ারিঘাট সংলগ্ন কাঁচা বাজারে জুতার কারখানা রুমানা রাবার ইন্ডাস্ট্রিজে অগুন লেগে কা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করে কারখানা ভবনের দ্বিতীয় তলা থেকে পাঁচটি দগ্ধ লাশ উদ্ধার করে।
রাশেদ জানান, নিহতরা সবাই কারখানার শ্রমিক, অগ্নিকাণ্ডে সময় তারা ঘুমিয়ে ছিলেন। লাশগুলো উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ