রাজধানীর কমলাপুর রেলস্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে মো. তরিকুজ্জামান বকুল (৪৫) নামের হাইকোর্টের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তরিকুজ্জামান বকুল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে।
ঢাকা রেলওয়ে কমলাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান,কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে অসাবধানতাবশত প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান,নিহত ব্যক্তি হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি আরও জানান নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকার ৩৬১/৩/৩ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। নিহত ব্যক্তি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার স্ত্রীর নাম কুলসুম আরা বেগম।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি