অনলাইন ডেস্ক :
ঢাকার হাজারীবাগের একটি ফ্ল্যাট থেকে এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোহানা তুলি (৩৮) নামে এক সাংবাদিক আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাব এডিটরস কাউন্সিলের সদস্য।
তুলি দৈনিক কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন এবং আমাদের সময় কাজ করেছেন। সম্প্রতি তিনি অনলাইনে খাবারে ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গেছে।
বুধবার বেলা সোয়া ৩টার দিকে তুলির লাশ উদ্ধার করা হয় বলে জানান হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।”
উদ্ধারের ৬-৭ ঘণ্টা আগে তুলির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। হাজারীবাগের যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়, সেই ফ্ল্যাটে তুলি একাই থাকতেন।
ওসি মোক্তারুজ্জামান বলেন, “মোহাইমেন নামে তার এক ছোট ভাই আছে। সে শিক্ষার্থী, একটি মেসে থাকে, মাঝে মাঝে বোনের কাছে এসে থাকত।”
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি