November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 8:51 pm

রাজধানীতে বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী চক্র। মহানগরীতে প্রতিমাসে গড়ে ২০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে অভিযোগ রয়েছে, রাজধানীর থানা এলাকায় যতো ছিনতাইয়ের ঘটনা ঘটছে তার বেশিরভাগই থানায় রেকর্ড হয় না। এমন পরিস্থিতিতে ছিনতাইয়ের দৌরাত্ম্য বন্ধে চালানো হচ্ছে বিশেষ অভিযান। গোয়েন্দা পুলিশের প্রায় ৭০ টিম ঢাকা মহানগরীর ৫০ থানা এলাকায় ছিনতাই প্রতিরোধে মাঠে নামানো হয়েছে। পুলিশের তালিকায় রাজধানীর ৫০ থানা এলাকার ২ শতাধিক স্পটে অন্তত অর্ধশতাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩ শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, রাজধানী ঢাকায় সুযোগ পেলেই ছিনতাইকারী চক্র ছোঁ মেরে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। পথে পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা দিনে-দুপুরেও ছিনতাই করে। আর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নগরীতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। পুলিশ বিভাগও হঠাৎ ছিনতাই চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করেছে। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ তাদের দিন-রাতের যেকোন সময়েই ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে। এমনকি ওসব ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
এদিকে ভুক্তভোগীদের দাবি, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বেশ কয়েকটি দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। রাজধানীতে হঠাৎ করে ছিনতাই বেড়ে গেলেও কর্তব্যরত মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। রাজধানী ঢাকার ৫০ থানা এলাকার বেশিরভাগ স্থানেই রাত ১০টার পর সড়কে কোন পুলিশ থাকে না। টহল পুলিশের গাড়িও চোখে পড়ে না। ফলে অরক্ষিত সড়কে রিক্সা আরোহীসহ চলাচলরত সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ছে। আর ওসব ছিনতাই ঘটনার শিকার বড় একটি অংশই থানা পুলিশের কাছে যাচ্ছে না।
অন্যদিকে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশের প্রায় ৭০টির মতো টিম পুরো ঢাকা শহরে দায়িত্ব পালন করছে। তার মধ্যেও দুয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে বেশিরভাগ মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। দুয়েকটি ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে। ছিনতাইয়ের ঘটনা বাড়লেও তা এখনো ভয়ঙ্কর হয়ে ওঠেনি। তবে সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।