April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 18th, 2023, 9:11 pm

রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি, তবে যানজটে চলাচল ব্যাহত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার রাজধানীতে ফার্মগেটে দেখা যায় যানযটের এমন চিত্র।

বৃহস্পতিবার সকালে ঢাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে, যা বাতাসের গুণমান উন্নত করতে এবং তাপ থেকে মুক্তি দিতে সহায়তা করেছে।

আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রাত থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে এবং আজ বিকাল ও রাতের দিকে ঢাকায় আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সকালের বৃষ্টিতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ব্যস্ত সময়ে নগরবাসী রাস্তায় আটকা পড়ে।

সকালে গণপরিবহনের অভাবে বৃষ্টিতে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় মানুষের, বিশেষ করে অফিস ও স্কুলগামীদের।

এ সময় সিএনজিচালিত অটোরিকশা চালক ও রিকশাচালকদের স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া চাইতে দেখা গেছে।

লোকজনকে তাদের বাচ্চাদের ছাতা ও রেইনকোট নিয়ে স্কুলের দিকে যেতে এবং ট্র্যাফিক পুলিশকে বৃষ্টির সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে দেখা গেছে।

—ইউএনবি