July 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 30th, 2024, 1:54 pm

রাজধানীতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের

ভোর থেকে বৃষ্টির কারণে রাজধানীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে পানি জমে পরিস্থিতি আরও জটিল করে তোলে।

এতে তীব্র যানজট তৈরি হয়ে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ছোটাছুটি করতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ১০টায় সিলেট বিভাগ ছাড়া সারা দেশে বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

—-ইউএনবি