রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনের রাস্তায় মটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে এক নারীসহ দু’জন প্রাণ হারান। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াছিন গাজী।
তিনি বলেন, নিহতদের পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়নি।
তবে উদ্ধারকারী পুলিশ সদস্যের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেছে , অজুফা, এনামুল, ও অনিক।
তাদের বিস্তারিত পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদের মধ্যে অনিকের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, অসুস্থ রোগীকে দেখতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, তদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক