নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৮৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৮৯ জনের কাছ থেকে ৩৭১ গ্রাম ওজনের ৩০ পুরিয়া হেরোইন, পাঁচ হাজার ৫০৬ পিস ইয়াবা, ২৩ কেজি ৫৮৮ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
৬৫ লাখ টাকার ইয়াবাসহ ২ ভাই আটক: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ রফিক আলম (৩০) ও মনির আলম (২৫) নামে দুই ভাইকে আটক করেছে রেলওয়ে পুলিশ। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাদের আটক করা হয়। রফিক ও মনিরের বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায়। জানা গেছে, আটকরা বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে বিমানবন্দর রেলস্টেশনে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। পরে তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, জব্দকৃত ইয়াবাগুলোর গণনা চলছে। আনুমানিক ২০ হাজার পিস হতে পারে। যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। গণনার পরে সঠিক মূল্য জানা যাবে। তিনি জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ