April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 16th, 2021, 9:12 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার ৩৯৬ পিস ইয়াবা, ১৬২ গ্রাম হেরোইন ও ৬ কেজি ১৫০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে।
৫ হাজার ইয়াবাসহ আটক ২: এদিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। আটকরা হলো-মো. সালিম মিয়া ও মো. আলামিন। গত শুক্রবার দিবাগত রাত ৭ টা ২৫ মিনিটে বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বলেন, হাতিরঝিল থানার বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সালিম ও আলামিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ কর্মকর্তা।