April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 23rd, 2023, 8:31 pm

রাজধানীর ধানমন্ডিতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বাসে আগুন

মঙ্গলবার বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একটি বিআরটিসির দোতলা বাস ভাংচুর করা হয়।

রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের সামনে মঙ্গলবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি জানাতে বিকালে ধানমন্ডি এলাকায় পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে তারা একটি মিছিল বের করে, যা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা সিটি কলেজের দিকে অগ্রসর হলে বিকাল ৪টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফ হোসেন জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি বাসে আগুন দেয়।

ডিসি আশরাফ আরও বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে।’

—-ইউএনবি