ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয় ছয়জনকেl
নিহত পুরুষ একজনকে ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি