April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 8:52 pm

রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২) । আহতরা হলেন জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, ঝুনুর ও চেমাই দাস। আহত সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। শুক্রবার রাজু দাশের লোকজন জায়গায় গাছ রোপন করে জায়গা দখলের আসলে ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্যের উপর হামলা করেন রাজু দাশের লোকজন। এ সময় ইউপি সদস্যের সাথে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুত্ব আহত হোন। আহত হেলাল মিয়া ও কাজল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা যান । ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান বলেন, ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য আমি সালিশি করি। আজ রাজু দাশের লোকজন জোরপূর্বক জমি দখলে আসলে সালিশ হিসেবে আমি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজু দাশের লোকজন উত্তেজিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সালিশ পক্ষের দুইজন নিহতসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলেমান আহমদ জানান, ঘটনার খবর পেয়ে আমি আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছি। রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।