অনলাইন ডেস্ক :
ভারতের মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শারদ পাওয়ারকে নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে অপমানজনক পোস্ট করে। তাই অভিনেত্রী কেতকী চিতাল গ্রেফতার হয়েছেন। ভারতীয় গণমাধ্যমে জানা যায়, নাভি মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী কেতকী চিতালকে। তিনি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য পরিচিত। ২০২০ সালের মার্চ মাসে তিনি মুসলিম, পার্সি, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধদের সম্পর্কে মন্তব্য করে একটি পোস্ট করেছিলেন। এনসিপি নেতা ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ‘অভিনেত্রীর মানসিক অসুস্থতার জন্য একটি ভালো হাসপাতালে তার ভালো চিকিৎসা দরকার। মহারাষ্ট্র একটি সংস্কৃতিবান রাজ্য। একজনের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে তবে তাদের সমালোচনায় এতটা নিচু হওয়া উচিত নয়। মহারাষ্ট্রে এমন ঐতিহ্য নেই।’ বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি প্রধানের মতো একজন সিনিয়র নেতার জন্য মন্তব্যটি অযৌক্তিক ও অত্যন্ত অবমাননাকর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ তবে ফেসবুকের পোস্টটি কেতকী চিতাল নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এ কারণেই বিতর্কে জড়িয়েছেন তিনি। কেতকী চিতালের পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি ও নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শারদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যদিও শারদ পাওয়ারের বয়স ৮১ বছর। যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ