November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 10th, 2023, 8:20 pm

রাজপরিবারের ওয়েবসাইটে প্রিন্স হ্যারির পদবি নেই

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের প্রিন্স হ্যারির রাজকীয় পদবি রাজপরিবারের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল তিন বছর আগে রাজপরিবার ছেড়ে দিলেও এতদিন আগের মতো হ্যারির পদবি বহাল ছিল। এবার সেটি সংশোধন করা হয়েছে। রাজপরিবারের ওয়েবসাইটে এখন আর প্রিন্স হ্যারির নামের আগে ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যাকটি দেখা যাবে না।

২০২০ সালের ১৮ জানুয়ারি রাজপরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছিল, প্রিন্স হ্যারি আর রাজপরিবারের সদস্য নন। তাই তিনি রাজকীয় উপাধি ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যবহার করতে পারবেন না। অথচ গত তিন বছর ধরে ওয়েবসাইটে সেটি বহাল ছিল। চলতি বছরের মার্চে প্রিন্স হ্যারি ও মেগানকে রাজপ্রাসাদ ছাড়তে বলা হয়। ‘ফ্রগমোর কটেজ’ নামের এই বাড়ি তারা ২৯ লাখ ডলার খরচ করে সংস্কার করেছিলেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে এই বাড়ি উপহার দিয়েছিলেন। -হিন্দুস্তান টাইমস