রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে তেপুকুরিয়া এলাকায় আলিফ ট্রেডার্সে এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের সদস্যরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে রয়েছেন- প্রতিষ্ঠানটির অংশিদার ইসলাম, আয়ুব আলী মুনসুর রহমা, ইনছার আলী, ইয়াজুল, রেজাউল করিম, আমিরুল ইসলাম ও সবুজ রানাসহ আরও অনেকে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমাইয়া জেরিন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা সোয়া ৭টায় পর্যন্ত বাঘা, চারঘাট ও পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি আরও বলেন, এর নের্তৃত্ব দিয়েছেন রাজশাহী ফায়ার সাভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও উপজেলা চেয়ারম্যান আইনজীবী লায়েব উদ্দিন লাভলু সেখানে গিয়েছিলাম।’
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি