November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 3rd, 2021, 2:07 pm

রামেকে ২৪ ঘন্টায় আরও ১৩ মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) কোভিড ইউনিটে ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। । তিনি বলেন মৃতদের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সাতজনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও পাবনার একজন। করোনাভাইরস পজেটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন।

এছাড়া মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের একজন।

শামীম বলেন, এ নিয়ে চলতি মাসের তিনদিনে মৃতের সংখ্যা ৫২ জনে দাঁড়াল। এদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ছিল ২২ জনের। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে মারা যান ৪০৫ জন। এদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ছিল ১৮৯ জনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন। একই সময় সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শনিবার সকাল পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৭৮ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।