November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 30th, 2021, 1:05 pm

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী বুধবার সকালে জানান, গত চব্বিশ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন ও কুষ্টিয়ার ৪ জন রয়েছেন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৯৩টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ আসে। শনাক্ত হার ৫০ শতাংশ। নওগাঁয় ২৪৬টি নমুনায় ১২০ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।