April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 8:04 pm

রাজের নতুন চলচ্চিত্র ‘ওমর’

অনলাইন ডেস্ক :

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চার বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। তার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ওমর’। তবে এতে কারা অভিনয় করবেন সেসব আপাতত চমক হিসেবে রেখে দিয়েছেন তিনি। ‘ওমর’ কী ধরনের চলচ্চিত্র হবে? রাজের উত্তর, ‘আমি যে ধরনের ছবি বানিয়ে এসেছি, এটাও একটু আলাদা ঘরানার অর্থাৎ মিস্ট্রি থ্রিলার। তবে গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না আপাতত।’ আগামী জুন-জুলাইয়ে ‘ওমর’-এর শুটিং শুরুর পরিকল্পনা করেছেন রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার। রাজ আরও জানিয়েছেন, তার নতুন ছবির চিত্রনাট্য তৈরি করেছেন সিদ্দিক আহমেদ। এটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। মাস্টার কমিউনিকেশন্স ছবিটি নির্মাণে যুক্ত থাকবে। ‘ওমর’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘প্রজাপতি’। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘স¤্রাট’ (২০১৬) ও ‘যদি একদিন’ (২০১৯)।