April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 7:45 pm

‘রাতজাগা ফুল’ সিনেমায় হিংস্র মীর সাব্বির

অনলাইন ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়ের পাশাপাশি নাটক, টেলিফিল্ম নির্মাণ করেও পেয়েছেন জনপ্রিয়তা। তার অভিনীত ও পরিচালিত অধিকাংশ নাটক কমেডি ঘরানার। তাই দর্শকের কাছে কমেডিয়ান হিসেবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। এরইমধ্যে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এবার প্রথম মীর সাব্বির চলচ্চিত্র পরিচালনা করলেন। শনিবার (১১ ডিসেম্বর) মীর সাব্বির পরিচালিত ‘রাতজাগা ফুল’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যরে টিজারটিতে মীর সাব্বিরকে লম্বা চুল, মুখভর্তি দাড়ি, ময়লা লুঙ্গি, টি-শার্ট আর গলায় জড়ানো গামছা নিয়ে ছুটে বেড়াতে দেখা গেছে। কখনও তিনি হিংস্র, কখনো-বা কী যেন খুঁজে বেড়াচ্ছেন! নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র মুক্তির আগে টিজার প্রকাশের পর সবার কাছ থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘অভিনয় করি দীর্ঘদিন থেকে। সেই জায়গা থেকে একটি স্বপ্ন ছিল সিনেমা বানাব। সরকারি অনুদানের মাধ্যমে সেই সুযোগ পেয়ে আমি গর্বিত। সিনেমাটি আমার কাছে প্রথম সন্তানের মতো।’ সিনেমাটি আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। মীর সাব্বির ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকীসহ অনেকে। কেউ যদি ভাবে শুধু সরকারি অনুদানের টাকায় ভালো চলচ্চিত্র বানিয়ে ফেলব তা হবে না উল্লেখ করে মীর সাব্বির বলেন, ‘আরও প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। ভালো সিনেমা বানাতে টোটাল যে বাজেট থাকে, তার মধ্যে একটা অংশ অর্থ দিয়ে সরকার সহায়তা করে। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’