নিজস্ব প্রতিবেদক :
ঈদে ঘরে ফেরা যাত্রী বহনকারী যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
বুধবার (১২ মে) সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গগামী হাজার হাজার গাড়ি আসতে থাকে। দিনভর ট্রাক, মাইক্রোবাসে যাত্রী এলেও সন্ধ্যার পর থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী দূরপাল্লার বাসও চলাচল করছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ী ও কড্ডার মোড় এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ সার্কেল) শাহীন কবির জানান, মহাসড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে। মাঝে মধ্যে থেমে থেমে যানজট সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিক সেটা নিরসন করছে। কখনো গাড়ীগুলো দীর্ঘ লাইনে দাড়িয়ে ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে শৃংখলা রক্ষায় পুলিশের মোবাইল দল, পেট্রোল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র