May 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 29th, 2021, 1:29 pm

রানের চাপের মুখে লীডস টেস্টে হার স্বীকার করলেন কোহলি

অনলাইন ডেস্ক :

লর্ডসে জয়ের পর লীডসেই ইংল্যান্ডের কাছে হেরে বসলো ভারত। এতে সিরিজের লিড হাতছাড়া হলো বিরাট কোহলির দলের। সিরিজের তৃতীয় টেস্টে হারের কারণ হিসেবে ভারত অধিনায়ক বিরাট কোহলি দৃষ্টিতে বড় রানের এমন হার দলের।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয় ভারত। এরপর ব্যাট হাতে ৪৩২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। এতে ৩৫৪ রানে পিছিয়ে থেকে বড় চাপে পড়ে কোহলি-রোহতিরা। তারপরও দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলো ভারত।
তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় ছিলো ভারত। ২ উইকেটে ২১৫ রান। কিন্তু চতুর্থ দিন প্রথম সেশনেই ওলট পালট হয়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। ১ ঘন্টা ৪৮ মিনিটের মধ্যে ৬৩ রানের ৮ উইকেট হারিয়ে লজ্জার হার বরণ করতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে অনেক বড় রানে পিছিয়ে পড়ার চাপ সইতে না পারার ফল- ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হার টিম ইন্ডিয়ার।
চাপে পড়ে দলের এমন হার স্বীকারও করে নেন কোহলি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘স্কোরবোর্ডের চাপের কাছেই মাথা নত করেছি আমরা। দল ৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর বিপক্ষ রানের পাহাড় গড়লে বড় ব্যবধানে পিছিয়ে পড়লে চাপ বাড়ে। তারপরও যতটা সম্ভব প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলাম। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আজ ইংল্যান্ডের পেস বোলাররা আমাদের উপর মারাত্মক চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত তারা যে ফলাফল চেয়েছিল, সেটাই হল। আমরা আশানুরূপ খেলতে পারিনি।’
প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের ব্যার্থতা নিয়ে কোহলি বলেন, ‘আমরা নিজেরাও জানি না এমন ধ্বস কেন । হয়তো এই দেশের পরিবেশের কারণে হতে পারে। ভেবেছিলাম ব্যাট করার পক্ষে এই পিচ আদর্শ। বল ব্যাটেও আসছিল। কিন্তু নিজেদের ভুলেই বিপদ ডেকে এনেছি। যে চাপ তৈরি করেছিল ইংল্যান্ডের বোলাররা, সেটিও সাংঘাতিক ছিলো। তাদের সুশৃঙ্খল বোলিং আমাদের ভুল করতে বাধ্য করেছে। স্পেলগুলো খুবই কঠিন ছিল। আমরা রান করতে পারছিলাম না।’
অস্ট্রেলিয়া সফরের উদাহরণ টেনে এনে এখনো সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন কোহলি। এজন্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে ভারত অধিনায়ক, ‘টপ অর্ডারকে ভালো খেলতে হবে, যাতে লোয়ার মিডল অর্ডারের উপর চাপ কমে। আমাদের ব্যাটিংয়ে আরও গভীরতা দরকার। আরও আত্মবিশ্বাসী হতে হবে আমাদের। অস্ট্রেলিয়ায় ৩৬ অলআউট হবার পরও আমরা সিরিজ জিতেছিলাম।’
আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।