May 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 21st, 2024, 2:41 pm

রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

এপি, রাফাহ :

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। শনিবার বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আল-নাজ্জার হাসপাতালে শিশুদের কাফনে মোড়ানো মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছেন স্বজনরা। শোকাহত এক দাদি বলেন, ‘আমার প্রিয়তম হামজা, তোমার চুল খুব সুন্দর দেখাচ্ছে।’

নিহতদের মধ্যে আবদেল ফাত্তাহ সোভি রাদওয়ান, তার স্ত্রী নাজলা আহমেদ আওয়েদাহ এবং তাদের ৩ সন্তান রয়েছেন বলে জানিয়েছেন তার (আবদেল ফাত্তাহ) শ্যালক আহমেদ বারহুম। বারহুম তার স্ত্রী রাওয়ান রাদওয়ান এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আলাকে হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে সরে যাওয়ার সতর্কতা পাওয়ার পর শনিবার কিছু ফিলিস্তিনি মিশর সীমান্তের নিকটবর্তী রাফাহ এলাকা ছেড়ে চলে যায়। একজন বলেন, ‘বন্ধুরা, তারা ৩টা ৪০ এ আঘাত করবে। যা এখন ঘটছে। এখন কটা বাজে?’

এর মিনিট খানেক পরেই আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল-আকসা শহীদ হাসপাতালের কর্তৃপক্ষের মতে, যেখানে একজন এপি সাংবাদিক হতাহতদের দেখেছেন- এছাড়া শনিবার মধ্য গাজার বুরেজির শহুরে শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন।