April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 8:24 pm

রামগড়ে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামগড় :

রামগড়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত ।

বাস্তবায়নকারী সংস্থা প্রোগ্রেসিভ এর কর্মকর্তারা জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সারাদেশে চলমান কার্যক্রমে ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান ও তাদেরকে শিক্ষার মূল ধারায় সংযুক্ত করার লক্ষে রামগড় উপজেলায় ৭০টি শিখন কেন্দ্র স্থাপনের মাধ্যেমে শিক্ষা প্রদান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি শিখনকেন্দ্রে ১৫ থেকে ৩০জন শিক্ষার্থী থাকবে। এ লক্ষ্যে শিক্ষাকেন্দ্র স্থাপন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ উপবৃত্তি প্রদান করা হবে।

কর্মশালায় বক্তব্য রাখেন, সিনিয়ার সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, সহকারী শিক্ষা অফিসার মো: আবু ইউসুফ, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা, প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ চাকমা, প্রধান শিক্ষক রুম্রচাই কার্বারী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, প্রকল্পের রামগড় উপজেলা ম্যানেজার মলেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।