May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 27th, 2022, 3:46 pm

রামগড়ে বিজিবির অভিযানে ৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ ও বাংলা মদসহ আটক ২

জেলা প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি) :
রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের বিজিবির মাদক বিরোধী অব্যাহত অভিযানে ৪ লক্ষ টাকার বিপুল পরিমান ভারতীয় ওষুধ এবং দেশীয় তৈরি বাংলা মদ জব্দ হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৭ আগষ্ট) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) মহামুনি বিওপির একটি টহল দল রামগড় পৌরসভার সীমান্তবর্তী থানার ঘাট এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৮০০ কার্টুন বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। আটককৃত ভারতীয় ওষুধ সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, রামগড় ব্যাটালিয়নের কয়লারমুখ চেকপোষ্টের বিজিবির হাতে ৩০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তি আটক হয়েছে। আটককৃত হল, মোঃ মইনু্দ্দিন দিদার (২৬), পিতা- মোঃ নুর ইসলাম, গ্রাম বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী এবং মোঃ আজাদুল ইসলাম (২২), পিতা- মোঃ আব্দুল খালেক, গ্রাম দক্ষিণ রাজারামপুর, শ্যামবাগ, নোয়াখালী।। আটককৃতদের জব্দ করা দেশীয় বাংলা মদসহ আসামীদের জোরারগঞ্জ থানায় সৌপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।