জেলা প্রতিনিধি, রামগড়(খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অব্যাহত অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ আটক করা হয়েছে। বিজিবি জানায়, সোমবার (২৯ আগষ্ট) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মহামুনি বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী নদীরকুল কলাবাগন নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১১৯০ প্যাকেটভর্তি বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের মূল্য ৮ লক্ষ ৩৩ হাজার টাকা। এর আগে শনিবার মহামুনি বিওপির আওতাধীন খানাঘাট নাম সীমান্ত এলাকা হতে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৮০০ প্যাকেট বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ আটক করে বিজিবি।। আটককৃত ভারতীয় ওষুধ সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়া হয়েছে।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ