April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 27th, 2022, 12:41 pm

রামগড়ে সফলতার প্রশংসা নিয়েই বিদায় নিল ইউএনও

নিজস্ব সংবাদদাতা, রামগড় :

চট্টগ্রামের বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত খাগড়াছড়ির রামগড়ে উপজেলা নির্বাহি অফিসার হিসেবে কমকালীন মাত্র ১১ মাসে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ জনগুরুত্বর্পূণ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সফলতার প্রশংসা কুড়িয়ে বিদায় নিয়েছেন। গত সোম ও মঙ্গলবার উপজেলার সকলমহল থেকে অশ্রুসিক্ত বিদায় সংবধনা দেওয়া হয়েছে তাকে। এওর্য়াডস স্কলারশীপে মনোনিত হয়ে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষালাভের জন্য তিনি এবং চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত তাঁর সহধর্মিণী তাহসিনা বিনতে ইসলাম ৮ জানুয়ারি অস্ট্রেলিয়া যাচ্ছেন। স্কলারশীপে অংশগ্রহণের জন্য তাকে রামগড় উপজেলা হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ইউএনও র সম্মননা । গত ৮ ফেব্রুয়ারি রামগড়ে উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদানের পর অল্পদিনের মধ্যেই একজন সৎ, দক্ষ, নির্ভিক ও মেধাবী অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের এ কর্মকর্তা । প্রাথমিক শিক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ইউএনও র সম্মননা । পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত ও মাধ্যমিক স্কুলবিহীন প্রত্যন্ত এলাকা কলাবাড়িতে একটি হাইস্কুল প্রতিষ্ঠা এবং একই ইউনিয়নের আরেকটি র্দুগম এলাকা বালুখালিতে বন্ধ হয়ে যাওয়া বালুখালি হাইস্কুল পুন:চালু হয় তার উদ্যোগে । নানা সমস্যায় আটকে থাকা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্খৃতিক কেন্দ্র নির্মাণে র্দীঘদিনের সৃস্ট সমস্যার সমাধান, শত বছরের ঐতিহ্যবাহি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসডিও বাংলোটি সংরক্ষণ ও উন্নয়নের কাজসহ অল্প সময়ে এমন অনেক সফলতায় সকলমহলের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, অফির্সাস ক্লাব, মহিলা ক্লাব, শিল্পকলা একাডেমি, উপজেলা প্রেসক্লাব, কলাবাড়ি হাইস্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতি সংগঠন, নেতৃস্থানীয় ব্যক্তিগণ সফলতার জন্য ইউএনও খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতকে অশ্রুসিক্ত বিদায় দেন।
বিদায়ী উপজেলা র্নিবাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ‘মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় অবদান রাখা রামগড় আমার কাছে শ্রদ্ধার স্থান। এখানকার রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা ছিল বলে কিছু কাজ করতে পেরেছি।’