জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর):
কুমিল্লা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে আগুন লেগে ১৪ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে মঙ্গলবার রাত অনুমান পৌনে একটায় আগুন লাগে ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর ই মধ্যে স্বর্ণের দোকান কানু বনিক, কানাই সরকার, সেন্টু পাল, দিপ বনিক,চন্দন দেব,শংকর দেব।
আজমেরি মেডিকেল হল,ডিসেন্ট টেইলারের গোডাউন, আর এফ টেলিকম, ফারুক স্টোর, নিলয় লাইব্রেরি, আলআমিন চা দোকান,দোলা মিডিয়া, বাবুল সাহার হার্ডওয়ারসহ মোট ১৪ টি দোকান ভস্ম হয়ে যায়, এতে ব্যবসয়য়ীদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন, বাজারের পুরাতন ব্যবসয়াী ফারক স্টোরের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ বজলুর রহমান বলেন, ৭০ বছর ধরে আমি ব্যবসা করি, ৫০ বছর আগে একবার আগুন লাগছিল, তখন যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে পারছি কিন্তু আজ আমার সব শেষ বলে ই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ ভাবে ই ক্ষতিগ্রস্থ সব ব্যবসায়ীরা বাকরুদ্ধ হয়ে পুরে ছাই হয়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে কান্না করতে দেখা যায়,
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত একটায় একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সেখানে থাকা আরো ৫টি স্বর্ণের দোকান ও ছোট-বড় ৮টি বিভিন্ন দোকান পুড়ে গেছে।
মুরাদনগর ফায়ারসার্ভিসের সাব অফিসার মো: শাহ আলম খান জানান, আমরা রাত ১টা ১৫ মিনিটে দিকে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি