November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 5th, 2024, 8:02 pm

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির মামলায় গ্রেপ্তার ১২

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডে ডাকাতির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ডাকাত দলের সদস্যেদের হামলায় দুইজন আনসার সদস্যসহ বিদ্যুৎকেন্দ্রের তিনজন নিজস্ব নিরাপত্তাকর্মী আহত হন।

আহতরা হলেন- আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও হাবি কামাল পাশা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বৃহস্পতিবার রাতে ৩ নম্বর আনসার ব্যাটেলিয়নের হাবিলদার সহীদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামউল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ এহাজরভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করে।

মামলার বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একদল ডাকাত বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সাইজের ১ হাজার ৫০০ কেজি লোহার রড নিয়ে যায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বাড়ি বাগেরহাটের রামপাল এবং খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

—–ইউএনবি