September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 9:14 pm

রাশিয়ার ১৩ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বিমানঘাঁটি লক্ষ্য করে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। শুক্রবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্তে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ওই পোস্টে তারা বলেছে, “শুক্রবার (২৩ জুন) রাতে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এবারের আক্রমণটির লক্ষ্য ছিল খমেলনিটস্কি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি। রাশিয়া শীতকালে ক্রুজ মিসাইল এবং অ্যাটাক ড্রোন দিয়ে বিমান হামলার শুরু করে। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেছে। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যরাতে কাস্পিয়ান সাগর থেকে চারটি “টিইউ-নাইনফাইভএমএস” বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

এদিকে, দুই লাখ ৭৫ হাজার জনসংখ্যার শহর খমেলনিটস্কিতে বিস্ফোরণের কথা জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার সিমচিশিন। এ সময় তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। একই রাতে একটি রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।