April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:28 pm

‘রাশিয়াকে হালকাভাবে না নিয়ে ইউক্রেনে যুদ্ধ শেষ করুন’

অনলাইন ডেস্ক :

রাশিয়াকে হালকাভাবে না নিয়ে ইউক্রেনে ‘অবিবেচনাপ্রসূত যুদ্ধ’ শেষ করতে পশ্চিমাদের প্রতি মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি বলেছেন তাঁর দেশ সব সময়ই স্বাধীন থাকবে, কেবল প্রশ্ন হলো এর জন্য কী মূল্য চুকাতে হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার তেলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে খুব ধীরে পদক্ষেপ নেওয়ায় এবং হাজার হাজার রুশ সেনা ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর সিভিয়ারোদোনেৎস্ক ও লিসিচানস্ককে ঘিরে ফেলার চেষ্টা করায় সম্প্রতি পশ্চিমাদের প্রতি জেলেনস্কির সমালোচনার ধার বেড়েছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার তিন মাস পরে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা বন্ধ করেছে। এ মুহূর্তে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা দনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। দনবাসে রাশিয়া ২০১৪ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে মদদ দিয়ে আসছে।