November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 13th, 2022, 6:57 pm

রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ৮৫ শিশু নিহত: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। এছাড়া শতাধিক শিশু আহত হয়েছে বলেও জানিয়েছে কার্যালয়টি।
দেশটির কর্মকর্তারা বলছেন, রুশ বোমা হামলা ও গোলায় ইউক্রেনের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ৫৭টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে রবিবার এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, পোলিশ সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।
লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রুশ সেনারা ইয়াভোরিভ সামরিক পরিসরে ৩০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি লভিভ শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এছাড়া রুশ সেনারা ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক বিমানবন্দরেও গুলি চালায়। শহরটি স্লোভাকিয়া ও হাঙ্গেরির সঙ্গে ইউক্রেনীয় সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।