অনলাইন ডেস্ক :
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হ্যাকারদের আরও আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। হামলার ফলে নিজেদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারে গ্রাহকদের সমস্যা হতে পারে বলে জানিয়েছে ভিটিবি কর্তৃপক্ষ। দৃশ্যত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর প্রতি টিপ্পনি কাটতে ভোলেনি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, পৃথিবী গোলাকার – এটা গ্যালিলিওর আবিষ্কার। ক্রেমলিন জ্যোতির্বিদ্যা পড়েনি। এই পড়াশোনা করলে তারা জানতো, যদি অন্য দেশের আকাশসীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, আজ কিংবা কাল অজ্ঞাত উড়ন্ত বস্তুগুলো তার নিজের কাছেও ফিরে আসবে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু