অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্ব। ফ্রান্স, জার্মানি, ইতালি, লেবানন, জাপানসহ বিভিন্ন দেশে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন হাজার হাজার মানুষ। অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে ইতালির রোমে অবস্থিত রুশ দূতাবাসের কাছে জড়ো হন কয়েক হাজার মানুষ। যুদ্ধ ও পুতিনবিরোধী ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। অবিলম্বে যুদ্ধ বন্ধের জোর দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের খবরে বিক্ষোভে বার্লিনের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। ইউক্রেনের পতাকা হাতে দেশটির মানুষের সঙ্গে একাত্মতা জানান তারা। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেন অনেকে। ইউক্রেনে হামলা বন্ধের দাবির পাশাপাশি দেশটিতে সামরিক সহায়তা পাঠাতে জার্মান সরকারের কাছে আহ্বান জানান আন্দোলনকারীরা। জার্মানিতে থাকা এক ইউক্রেনের নাগরিক বলেন, আমি জার্মানি আছি তাই এখন নিরাপদে আছি। কিন্তু আমার পরিবারের অনেকে ইউক্রেনে অবস্থান করছেন। তাদের নিয়ে দুশ্চিন্তায় আছি। ইউক্রেনের সমর্থনে ফ্রান্সের প্যারিসেও সাধারণ মানুষের ঢল নামে। পুতিনবিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রুশ আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে ইউক্রেনকে সব ধরনের সাহায্য সহযোগিতা নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে বিভিন্ন ব্যানার হাতে ইউক্রেনের সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা বলেন ইউক্রেনের মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। এ সময় পুতিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত চলছে ইউক্রেনে। রাশিয়ার ধ্বংসাত্মক কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানিয়ে জাপানের টোকিওতে বিক্ষোভ করেন সেখানে বসবাসরত ইউক্রেনের মানুষ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু